শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে ফিরলেন নুর

যাযাদি ডেস্ক
  ১১ জানুয়ারি ২০২৩, ১৩:২০
আপডেট  : ১১ জানুয়ারি ২০২৩, ১৫:২৪
ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের পর দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে ইমিগ্রেশন শেষে সাড়ে ১২টার পর এয়ারপোর্ট থেকে বের হন। সেখান থেকে সরাসরি জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের গণঅবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও তিনি যাননি।

নুরের দেশের ফেরার তথ্য নিশ্চিত করে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, বিমানবন্দরে অবতরণের পর এক ঘণ্টার বেশি সময় ইমিগ্রেশনে ছিলেন নুর। আমরা কয়েকশ নেতাকর্মী তাকে স্বাগত জানিয়েছি। আইন-শৃঙ্খলাবাহিনীর সরব উপস্থিতিসহ সার্বিক বিবেচনায় আমরা কিছুটা উদ্বিগ্ন থাকলেও আপাতত কোনো ঝামেলা নেই।

ডিসেম্বরের শেষ দিকে কাতারে যান ডাকসুর সাবেক ভিপি নুর। পরে দুবাই হয়ে সৌদিতে ওমরাহ করতে যান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে