বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি জানালেন বাউফল উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

পটুয়াখালী প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৩, ০৯:৫৬
ফাইল ছবি

আইন পরিবর্তন করে হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাঁর ফেইসবুক আইডিতে এমন একটি পোস্ট দেন। ফেইসবুক পোস্টে তিনি লিখেন, ‘ রাজনৈতিক কারনে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হউক।’

এদিকে পোস্ট দেওয়ার পর থেকে এর থেকেই পোস্টের পক্ষে বিপক্ষে মন্তব্য এবং লাইক দিচ্ছেন। রবিবার সন্ধ্যা পর্যন্ত তার পোস্টে ২২৫ জন কমেন্ট করেছেন, ২১ জন শেয়ার করেছেন এবং ৬৫৩ জন লাইক দিয়েছেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের এই পোস্টে বিএনপি নেতাকর্মীরা সমর্থন জানালেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এ বিষয় জানতে চাইলে বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘আমি নিজেই পোস্টটি দিয়েছি,খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পঠালে দলের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশের মানুষের কাছেও দলীয় সভানেত্রীর মাননীয় প্রধানমন্ত্রী গ্রহনযোগ্যতা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।'

তবে এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা আওয়ামিলীগের সভাপতি কাজী আলমগীর হোসেন বলেন, তাকে দলের পক্ষ থেকে শোকজ করা হচ্ছে, সে এমন মন্তব্য করতে পারন না। এটি দলের শৃঙ্খলা পরিপন্থী। '

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে