মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

ভাঙ্গায় সিপিবির মানব বন্ধন ও সভা 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৭
ভাঙ্গায় সিপিবির মানব বন্ধন ও সভা 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও দল সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় সিপিবির উদ্যোগে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজারে সিপিবি ভাংগা উপজেলা কমিটির সভাপতি কৃষকনেতা কমরেড আতাউর রহমান কালুর সভাপতিত্বে ও সিপিবি ঘারুয়া ইউনিয়ন শাখা সম্পাদক ও ভাংগা উপজেলা কমিটির সদস্য ফকির কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, জেলা কমিটির সদস্য ও কৃষক সমিতি জেলা কমিটির সভাপতি কৃষকনেতা সুধীন সরকার মঙ্গল, ভাঙ্গা উদীচীর সাধারণ সম্পাদক ও সিপিবির উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড লিয়াকত হোসেন, জেলা কমিটির সদস্য কমরেড আশরাফুল আলম বাবু,ভাঙ্গা উপজেলা নেতা কমরেড আবু বকর সিদিক, আজিমনগর শাখার সম্পাদক কমরেড ডাঃ রঞ্জন মন্ডল, কমরেড বাবুল মিয়া, কমরেড উজ্জ্বল মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা নিত্য পণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে অসন্তোষ প্রকাশ করেন। অবিলম্বে দ্রব্য মূল্যের দাম কমানোর আহ্বান জানান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে