রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ডামি সরকারের ফাঁদ প্রহসনের নির্বাচন বর্জন করুন : নিপুন রায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৩১
ডামি সরকারের ফাঁদ প্রহসনের নির্বাচন বর্জন করুন : নিপুন রায়
ছবি-যায়যায়দিন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি অঙ্গ সংগঠন ও ঢাকা জেলা বিএনপি। গতকাল সোমবার (২৯ এপ্রিল) সকালে কেরানীগঞ্জের জিনজিরা বাসরোড এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

এসময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী নেতৃত্বে লিফলেট বিতরণ করে প্রচারণা চালিয়ে এক দলীয় উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান। পরে কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতাকর্মী ও ভোটাদের উদ্দেশ্যে নিপুন রায় চৌধুরী বলেন, গণতন্ত্র ও নির্বাচন ব‍্যবস্থা ধ্বংসকারী ডামি সরকারের ফাঁদ প্রহসনের উপজেলা নির্বাচন বর্জন করুন।

এই কর্মসূচিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি'র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য সচিব পারভেজ হাসান পাভেল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে