শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

শাজাহান খানের ছেলে হলেন উপজেলা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
  ০৯ মে ২০২৪, ১৩:৪৪
ছবি-যায়যায়দিন

বুধবার অনুষ্ঠিত প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুর সদর উপজেলায় আনারস প্রতীকের মো: আসিবুর রহমান খান ৭৫ হাজার ৫৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মো. আসিবুর রহমান খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী, মাদারীপুর—২ আসনের সংসদ সদস্য শাজাহান খান এর বড় ছেলে। আসিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের পাভেলুর রহমান শফিক খান পেয়েছেন ৬১ হাজার ৩০৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম তুষার ভূইয়া ৬০ হাজার ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এইচ এম মনিরুজ্জামান আক্তার পেয়েছেন ৪৭ হাজার ২০৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারিয়া হাছান রাখি ৫৬ হাজার ৬৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজানা নাজনিন পেয়েছেন ৪২ হাজার ৪২০ ভোট। মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ৪২১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার, নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৪২১ জন। মোট ভোটকেন্দ্র ১১৭টি, যেখানে ৭৯৪টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

রাতে জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী ফলাফলা ঘোষণা করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে