সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা জাকির খান 

মো. শাহাদাত হোসেন, নারায়ণগঞ্জ
  ১৩ এপ্রিল ২০২৫, ১৩:০৫
আপডেট  : ১৩ এপ্রিল ২০২৫, ১৩:২৭
মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা জাকির খান 
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দীর্ঘ দুই যুগ পর মুক্ত অবস্থায় নারায়ণগঞ্জ শহরে পা রাখলেন জাকির খান। তাকে কারাগার গেইট থেকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় নেতাকর্মীরা।

রোববার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান জাকির খান।

এদিকে নারায়ণগঞ্জের আলোচিত রাজনৈতিক নেতা জাকির খান মুক্তি পাবে এমন সংবাদে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী জেলগেটে হাজির হতে থাকে। সময় বাড়ার সাথে সাথে নারায়ণগঞ্জ কারাগারের রাস্তায় জনস্রোত পরিনত হয়। এমনকি জাকির খানকে বরণ করতে জেলগেটে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানচলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় জাকির খান কারাগার থেকে মুক্ত হলে তার আত্মীয়-স্বজন ও নেতাকর্মীরা জেলগেট থেকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় তিনি বিএনপি ও ফিলিস্তিনের পতাকা হাত নিয়ে নেড়ে আনন্দ প্রকাশ করেন। পরে নেতাকর্মীদের নিয়ে পুরো শহরে শোডাউন দেন। এমনকি তাকে নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করলেও তিনিও নেতাকর্মীদের ফুলের পাপড়ি ছুটিয়ে ভাল বাসা ভাগাভাগি করে নেন।

এদিকে জাকির খান মুক্তি পাওয়ার পর হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে গাড়ি বহরে শহরে প্রবেশ করেন। তখন জাকির খান নগরবাসীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জাকির খানের মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেওয়া হয়।

জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন, জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এর মধ্যে ৩২টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন।

তিনি আরও বলেন, অনেক আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী একটি মামলা হয়েছিল। সেই মামলায় আজ তিনি সাজা শেষ করে মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন জাকির খান। বিগত ২০০৪ সাল থেকেই বিদেশে আত্মগোপনে ছিলেন জাকির খান। নারায়ণগঞ্জে হত্যা মামলা সহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। গ্রেফতার হওয়ার পর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলার রায়ে জাকির খান সহ মামলার অন্য আসামিরা খালাস পান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে