শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নানান নাটকীয়তার পর ভোরে আ.লীগ নেত্রী আইভি গ্রেফতার

মো: শাহাদাত হোসেন, নারায়ণগঞ্জ
  ০৯ মে ২০২৫, ০৭:২৭
আপডেট  : ০৯ মে ২০২৫, ০৮:৫৯
নানান নাটকীয়তার পর ভোরে আ.লীগ নেত্রী আইভি গ্রেফতার
ছবি : যায়যায়দিন

অবশেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে হাজারো জনতার বাধার মুখে রাতের বেলা পুলিশ আইভীর বাড়িতে প্রবেশ করতে না পাড়লেও ভোরে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৯ মে) ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির বাড়ি থেকে আইভীকে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করেন।

এসময় আইভীর গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দারা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে আসলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার সব মসজিদের মাইকে মাইকিং করে আইভীর বাড়ির আসার আহবান করা হয়। পরে হাজার হাজার নারী পুরুষ আইভীর বাড়ি ঘিরে রাখে।

জনতার তোপের মুখে পুলিশ আইভীর বাড়িতে প্রবেশ করতে পারেনি। এমনকি গ্রেপ্তার করার জন্য পরিস্থিতি তৈরি ছিল না।

রাতে আইভীকে গ্রেপ্তার করার চেষ্টা করলে জনতার সাথে পুলিশের ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হতো। যার কারনে পুলিশও স্বাভাবিক ভূমিকায় ছিল।

এদিকে আইভীকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযানের সংবাদে হাজার হাজার লোকজন এসে আইভীর বাড়ি ঘিরে রাখে এবং আইভীর বাড়ির দিকে যাওয়ার চারটি রাস্তায় বাশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আইভীর সমর্থকেরা।

এদিকে দেওভোগ এলাকা ঘিরে ফেলার ফলে বাড়ির ভেতরেই গ্রেপ্তার করতে আসা পুলিশের দলটি আটকা পড়েন। আর রাত বারোটার দিকে পুলিশের অতিরিক্ত ফোর্স আসে ঘটনাস্থলে।

রাতভর আইভীর কর্মী সমর্থকদের সাথে আলোচনার পর ভোরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়িতে প্রবেশ করেন। পরবর্তীতে ভোর ৬ টায় আইভীকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।

এসব মামলায় তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। আর তাকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর সাংবাদিকের কাছে বক্তব্য দিয়েছেন সাবেক মেয়র আইভী।

তিনি নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কোন ধরনের অন্যায় না করেও আজ অপরাধী।

মিথ্যা মামলা দেয়া হয়েছে। আর আমার ভাই মারা গেছে এক মাসও হয়নি। আমার পরিবারে এখনো শোক কাটেনি।

আমি কোন অন্যায় না করার ফলেও কেন আমাকে কেন এভাবে গ্রেপ্তার করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে