সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

‘আ.লীগ নিষিদ্ধে আংশিক দাবি পূরণ, বিচার না হলে পুর্ণতা পাবে না’

যাযাদি ডেস্ক
  ১১ মে ২০২৫, ০৯:৩০
‘আ.লীগ নিষিদ্ধে আংশিক দাবি পূরণ, বিচার না হলে পুর্ণতা পাবে না’
ছবি : যায়যায়দিন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আংশিক দাবি পূরণ হয়েছে তবে বিচার না হলে এর পূর্ণতা পাবে না।

শনিবার (১০ মে) মধ্যরাতে মগবাজার চৌরাস্তায় নেতা-কর্মী ও সমবেত জনতার উদ্দেশ্যে পথসভায় বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান।

এ সময় অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, ২৪ শের জুলাইকে হারিয়ে যেতে দেবো না, বুকে ধারণ করে এগিয়ে যাবো।

জামায়াতের আমীর বলেন, শহীদের পরিবারের সদস্যরা কোনো সাহায্য সহযোগিতা নয় নিকটাত্মীয় হত্যার বিচার চায়। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ চান তারা।

জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানায় বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। কারও চোখ রাঙানিতে ভয় না পেয়ে সব ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে।

অন্যায়ভাবে কেউ সাজা পাক তা চায় না জামায়াত উল্লেখ করে তিনি বলেন, দায়ী কেউ যাতে আইনের বেড়াজাল টপকে বের না হতে পারে। যে অধিকার আওয়ামী লীগ এতদিন কেড়ে নিয়েছিলো আমরা চাই সে অধিকার ফিরে পাক দেশের জনগণ।

এ সময় তীব্র গরমসহ নানা প্রতিবন্ধকতা ডিঙিয়ে যারা সারা দেশের মানুষের প্রাণের দাবি বাস্তবায়ন করেছে তাদেরকে অভিনন্দন জানান এই শীর্ষ নেতা।

তিনি বলেন, যে জাতি রক্ত দিতে, দাবি আদায় করতে শিখে গেছে তাদের কোনো কিছুতে আটকে রাখা যাবে না

সবশেষে তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আবারও দেখা হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক,ইয়াসিন আরাফাত,প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড.এডভোকেট হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড.আব্দুল মান্নান প্রমুখ।

প্রসঙ্গত, গত বছরের ১ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবিরোধী আইনে দল ও সংগঠন, সত্তা হিসেবে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করেছিল।

পরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার এই নিষেধাজ্ঞা তুলে নেয়। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে