সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারত কর্তৃক ৪০ রোহিঙ্গাকে সাগরে ফেলে দেওয়ার তীব্র নিন্দা জামায়াতের

যাযাদি ডেস্ক
  ১৮ মে ২০২৫, ১৩:২৭
ভারত কর্তৃক ৪০ রোহিঙ্গাকে সাগরে ফেলে দেওয়ার তীব্র নিন্দা জামায়াতের
ছবি সংগৃহিত

৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সমুদ্রে ভারতীয় নৌ বাহিনীর জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেয়ার মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ১৮ মে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।

“ভারতের দিল্লী থেকে নারী-শিশুসহ অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে আন্দামান সমুদ্রের মিয়ানমার সীমান্তের কাছে নিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে আন্তর্জাতিক পানি সীমানায় নিয়ে ভারতীয় নৌ বাহিনীর জাহাজ থেকে গত ৮ মে সমুদ্রে ফেলে দেয়া হয়।

1

দুনিয়ার সভ্য ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল। আমরা ভারতের এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এই অমানবিক ঘটনার মাধ্যমে ভারত আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে।

ভারতের এই ধরনের মর্মান্তিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা শান্তিকামী বিশ^বাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ভবিষ্যতে এই ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে