বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বাকেরগঞ্জে বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৩, ২১:০৯
বাকেরগঞ্জে বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের আউলিয়াপুর স্বমিল ঘাট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বেপারী পরিবহন ও কায়েদ সুপার-২ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

সূত্রে জানা যায়, ঢাকা থেকে বেপারী পরিবহন কলাপাড়ার দিকে এবং পটুয়াখালী থেকে কায়েদ সুপার-২ বরিশাল যাবার পথে শনিবার সন্ধ্যা ৬ টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে উভয় গাড়ির অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার কারনে রাস্তার দু'পাশে শতাধিক গাড়ি ঘন্টাখানেক আটকা পরে। বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান সড়ক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে