আদমদীঘিতে বার্মিজ চাকুসহ রবিউল আওয়াল (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার ১১ মে দিবাগত রাত আড়াই টায় সান্তাহার শহীদ মিনারের চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল আওয়ায় পার নওগাঁ সরদারপাড়া এলাকার নুর ইসলামের ছেলে। আদমদীঘি থানার উপ পরিদর্শক বাবুল আক্তার জানান, গত শনিবার রাতে মাদক বিরোধী অভিযান ও আদালতের গ্রেপ্তারী পরোয়ানা তামিল করার সময় সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স সহ রাত আড়াই
তার কাছে থেকে ১০ ইঞ্চি লম্বা একটি সিলভার রংয়ের ধারালো ফোল্ডিং বার্মিজ চাকু উদ্ধার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করে রোববার দুপুরে গ্রেপ্তারকৃত রবিউল আওয়ালকে আদালতে প্রেরন করা হয়ছে।