সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কিশোরগঞ্জের নিকলীর ছাতিরচর নদী রক্ষা বাঁধ প্রকল্পের কাজ চলছে

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১১ মে ২০২৫, ১৯:১৮
কিশোরগঞ্জের নিকলীর ছাতিরচর নদী রক্ষা বাঁধ প্রকল্পের কাজ চলছে
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা গুলোর মধ্যে নিকলী একটি অন্যতম উপজেলা। এ উপজেলার চারটি ইউনিয়নেই নদীর মধ্যে ইউনিয়ন গুলি অবস্থিত। এরই মধ্যে ছাতিরচর ও শিংপুর ইউনিয়ন অন্যতম। ছাতিরচর ইউনিয়নের একটি গ্রামে একটি ইউনিয়ন নিয়ে গঠিত।

সেই ইউনিয়নে বিশ হাজার লোকের বসবাস। যদিও বিগত সরকার ও বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের আমলে এসে ছাতিরচরের পাচঁটি পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাঁধ প্রকল্পের মধ্যে দুটি প্রকল্পের কাজ প্রায় সমাপ্তির পথে। তিনটি প্রকল্পের কাজ অর্ধেকরও বেশি হয়ে গেছে।

তবে দক্ষিন ও পশ্চিম দিকের ছাতিরচরে প্রকল্পের কাজ হলে নদী ভাঙ্গন কবলিত প্রায় দুইশত পরিবার ইউনিয়ন ছেড়ে চট্টগ্রাম ও ঢাকা শহরে কেউ রিকশা, কেউ ভ্যান গাড়ি আবার কেউ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালাতে গিয়ে অনেক কষ্টে দিন যাপন করছে। তারা ঘর বাড়িহীন হয়ে আছে প্রায় ২০/৩০ বছর ধরে।

ছাতিরচর নদী ভাঙ্গন শুরু হয় ৮০ দশকের দিকে। এ ভাঙ্গন কবলিত মানুষ গুলো মন ভাঙ্গা নিয়েও তারা নদীর সাথে যুদ্ধ করে বেচেঁ আছে কোনো রকম ভাবে। যদিও তারা নদীর সাথে যুদ্ধ করে ততাপী এই গ্রামে কবি ও অধ্যাপক মহিবুর রহমান, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কবি মেহেদী হাসান মুক্তার, প্রাবন্ধিক মৃত আব্দুল হেকিম মাস্টার সহ অসংখ্য গুণি জনের বসবাস এই গ্রামে। তারা এখনো নদীর সাথে যুদ্ধ করে বেঁচে আছেন।

আবার কেউ মৃত্যুও বরণ করেছেন। একটি লক্ষ্যনীয় বিষয়, বর্ষাকালে ছাতিরচরে নৌকা দিয়ে বিভিন্ন পর্যটক করজ বাগান দেখতে এসে বিমুগ্ধ হয়ে যান। তাদের একটাই দাবি যদি এই গ্রামকে রক্ষা করতে হয়, তাহলে বালি ফেলে দুদিকে গ্রামটিকে সুরক্ষা ছাড়া আর কোন উপায় নেই বলে অনেক গ্রামবাসী গতকাল গণমাধ্যম কর্মীদের জানিয়েছে।

তারা বলেন বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান যদি সুদৃষ্টি দেন তাহলে এই গ্রামটি রক্ষা করা একে বারেই প্রয়োজন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে