বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ীতে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল চালকের

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ০৬ জুন ২০২৩, ১৪:৩৭

কুড়িগ্রামে রুটপারমিটহীন অবৈধ ট্রাক্টরের বেপরোয়া চলাচলে মৃত্যুর মিছিল দিনে দিনে বড় হচ্ছে। এসব ট্রাক্টর চলাচল নিশ্চিত অবৈধ হওয়ার পরও এগুলো বন্ধের উদ্যোগ প্রশাসনিক ভাবে না নেয়ায় এই ট্রাক্টরের দ্বারা প্রাণহাণির ঘটনা অব্যাহত থাকছে।

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনার অধিকাংশই ঘটছে এই ট্রাক্টরের কারনে। দীর্ঘদিনের মতো মঙ্গলবার সকাল ১১ টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্র্ক্টারের চাপায় প্রাণহাণি ঘটেছে ট্রাক্টরের ড্রাইভার একরামুল হক একরার (৩৫)।

নিহত একরামুল হক ফুলবাড়ী সদরের কবিরমামুদ গ্রামের মৃত-আব্দুল জব্বারের ছেলে। সে দুই সন্তানের জনক ছিল। ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

ফুলবাড়ী থানার এসআই মোক্তাকীন ডেইলি বাংলাদেশকে জানান, মঙ্গলবার সকালে স্থানীয় আছিয়ার বাজার এলাকার লায়ন মিয়ার বালু পরিবহনের ট্রাক্টর নিয়ে একরামুল হক একরা বের হয়। ট্রাক্টর আছিয়ার বাজার এলাকায় পৌঁছিলে ট্রাক্টরের চাকার পাম্পচার হয়।

এ সময় ট্রাক্টরের ড্রাইভার একরামুল হক একরা ট্রাক্টরটিতে জক নামের একটি লোহারপাত্রের উপর ঠ্যাস বা ভর দিয়ে পাম্পচারকৃত চাকা খুলতে গেলে ভাসমান ট্রাক্টটি জক নামের একটি লোহারপাত্র থেকে স্লিপ কেটে পড়ে যায়। এতে ট্রাক্টর ড্রাইভার একরামুল হক চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

ফুলবাড়ী থানার এসআই মোক্তাকীন আরও জানান, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে