বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
walton

চুনারুঘাট পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০১ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪১

হবিগঞ্জের চুনারুঘাটে পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৭ টায় শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কের উবাহাটা সরদার বাড়ি এলাকায় শায়েস্তাগঞ্জ মুখী সিএনজি অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশার চালক জামাল মিয়া (৩৩) ঘটনাস্থলেই মারা যান। তিনি জেলার চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের জাজিউতা গ্রামের রফিক মিয়ার ছেলে। গুরুতর আহত যাত্রী ফরিদ মিয়া (৪০) কে স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। তার অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সিলেটে নেয়ার পথিমধ্যে ফরিদ মিয়া মারা যান। তিনি একই উপজেলার রঘুরামপুর গ্রামের কাছম আলীর ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে