মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিয়ার (৫০) নামের একজন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যয় গাংনী শহরের উপকণ্ঠে এ ঘটনাটি ঘটে। পুলিশ মধ্যরাতে ট্রাকসহ চালককে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার সকালে মেহেরপুর আদালতে প্রেরণ করে। নিহত আতিয়ার রহমান পশ্চিম মালসাদহ টেপিপাড়ার মৃত আজিমুদ্দীনের ছেলে।
জানা গেছে, আতিয়ার বাইসাইকেল যোগে গাংনী শহরে আসছিলেন। রাস্তায় ফেলে রাখা পাথরে সাইকেল পিছলে তিনি রাস্তার উপর পড়ে যান। এসময় পেছন থেকে একটি ট্রাক (যার নং- ঢাকা মেট্রো ট- ১১-৯৩৫৩) তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় আতিয়ারের ছেলে মিঠন বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। পরে গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দীর নের্তৃত্বে পুলিশের একটি টীম মেহেরপুরের আমঝুপি তেলপাম্প থেকে ট্রাকসহ ড্রাইভার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদরপুরের মঈন শেখের ছেলে মন্টু মিয়াকে গ্রেপ্তার করে।
স্থানীয়রা জানান, গাংনী পৌরসভার ড্রেন নির্মান কাজ চলমান। নির্মান কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন পাথর ফেলে রেখেছে সড়কের অর্ধেক অংশজুড়েই। ফলে সড়কের ব্যবস্ততম এই জায়গাটিতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, ট্রাকসহ ড্রাইভারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
যাযাদি/ এস