শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চন্দনাইশের একই পরিবারের ৭ জন নিহত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৭ নভেম্বর ২০২৩, ১২:৫৭
আপডেট  : ০৭ নভেম্বর ২০২৩, ১৫:৪৬
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চন্দনাইশের একই পরিবারের ৭ জন নিহত
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চন্দনাইশের একই পরিবারের ৭ জন নিহত

চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চারিয়া মদিনা মসজিদের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর ) দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে চট্টগ্রাম থেকে ফটিকছড়ি অভিমুখী সিএনজি এবং খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম অভিমুখী বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। আহত ২ জনকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ ১ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে বলে জানা যায়।

নিহতরা হলেন- নারায়ন দাশের স্ত্রী রীতা দাশ (৪০), সন্তান শ্রাবন্তী দাশ (১৮), দ্বীপ দাশ (০৩), বর্ষা দাশ (১০), দিগন্ত দাশ (০৩), নারায়ন দাশের ভাগিনা বাপ্পা দাশ (৩২) ও ভাই শম্ভু দাশের ছেলে বিপ্লব দাশ (২৭)।

নিহতদের সবাই চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের দুলাল মাষ্টারের বাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বাসটি আটক করলেও বাসচালক পলাতক রয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি ও বাসটি হাটহাজারী থানা হেফাজতে নেয়া হয়েছে।

চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস‍্য আব্দুল হাকিম জানান, রিতা দাশ পরিবারের সবাইকে নিয়ে তার বাপের বাড়ী ফটিকছড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। হাটহাজারী থানার ডিআইও মাঈনুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে