শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নবীগঞ্জে টমটমের চাপায় শিশুর মৃত্যু 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৩৫
নবীগঞ্জে টমটমের চাপায় শিশুর মৃত্যু 
নবীগঞ্জে টমটমের চাপায় শিশুর মৃত্যু 

নবীগঞ্জে এক টমটম গাড়ীর চাপায় তাওহিদ মিয়া নামে ৬ বছরের এক শিশুর প্রাণ হারিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ নভেম্বর) সকাল ৯ টায় নবীগঞ্জ ভবের বাজার সড়কে। নিহত শিশু তাওহিদ কানাইপুর গ্রামের আফাই মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানাযায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের আফাই মিয়ার ছেলে তাওহিদ মিয়া (৬) রবিবার সকালে স্থানীয় মসজিদ মক্তবে যাবার পথে ভবের বাজার থেকে নবীগঞ্জ গামী বেপরোয়া গতিতে আসা একটি টমটম শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। আহত শিশুকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার মৃত্যু ঘটে। এদিকে ঘটনার পরপর চরগাও গ্রামের আলা মিয়ার ছেলে টমটম চালক জুনু মিয়া পালিয়ে যায়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে