সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

মণিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
  ২৮ জানুয়ারি ২০২৪, ২০:২৮
মণিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

যশোর-চুকনগর সড়কের মণিরামপুর লাউড়ী রাস্তা মোড় নামকস্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী অজ্ঞাত এক যুবক নিহত এবং জাকির হোসেন (৪৫) নামের এক যুবক আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, যশোরমুখী ট্রাক লাউড়ী রাস্তা মোড়ে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলে দুই যুবক মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মোটর সাইকেল আরোহী অজ্ঞাত যুবক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। আহত যুবক জাকির হোসেনকে মণিরামপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

মণিরামপুর হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয়েছে, আহত যুবক জাকির হোসেন কেশবপুর উপজেলার মূলগ্রামের নুর ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘাতক ট্রাকটি পুলিশ ঘটনাস্থলে আটক করতে সক্ষম হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর হাসপাতালের জরুরী বিভাগের কর্তৃব্যরত চিকিৎসক ডা: সাবিয়া মুস্তাকিন এবং মণিরামপুর থানার অফিসার ইনচার্জ এবি এম মেহেদী মাসুদ।

রাত ৮টার সময় রিপোর্ট লেখার আগ পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। যার সত্যতা নিশ্চিত করেছেন উদ্ধার কাজে যাওয়া মণিরামপুর ফায়ার সার্ভিস ও স্টেশন অফিসার সাফায়াত হোসেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে