রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

মান্দা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নওগাঁয় মান্দা উপজেলা প্রশাসন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়পই জাগরণী ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য (০-০) ড্র হওয়ার পর টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। যা মান্দা ইউনিয়ন একাদশের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য দেখিয়ে ৪টি গোল করে, অপরদিকে কুসুম্বা ইউনিয়ন একাদশ ২টি গোল করতে সক্ষম হয়। শ্বাসরুদ্ধকর ফাইনাল টুর্নামেন্টে কুসুম্বা ইউনিয়ন ফুটবল একাদশকে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মান্দা ইউনিয়ন একাদশ। অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। খেলায় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যুব সমাজকে সুপথে পরিচালিত করে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মান্দা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর মতো আয়োজন গুলো আমাদের তরুণদের মেধা বিকাশে এবং তাদের সুস্থ জীবন গঠনে সহায়তা করবে। এই টুর্নামেন্টের সফল আয়োজন প্রমাণ করে, মান্দা উপজেলা ক্রীড়াঙ্গনে কতটা সক্রিয়। তিনি আরও বলেন, আজকের এই ফাইনাল ম্যাচ শুধু একটি খেলার মঞ্চ নয়, এটি আমাদের তারুণ্যের শক্তি এবং ক্রীড়া প্রেমের এক অসাধারণ দৃষ্টান্ত। আমি আশা করি, আজকের এই ম্যাচটি ফুটবলের সৌন্দর্য তুলে ধরবে এবং দর্শকরা একটি উপভোগ্য খেলা দেখতে পাবেন। উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি খেলোয়াড়দের শুভকামনা জানান এবং একটি সফল ও সুন্দর ফাইনাল ম্যাচের প্রত্যাশা করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতীন, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মখলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান,মান্দা সদর ইউ’পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং কুসুম্বা ইউ’পি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল প্রমুখ। এসময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট উম্মে সালমা রুমা,মান্দা থানার ওসি তদন্ত আব্দুল গণি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা  শাহরিয়ার আলম শুভ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জাতীয় টিমের সাবেক ফুটবলার এনামুল হক প্রমূখ। এসময় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং অন্যদিকে টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, হার-জিত খেলারই অংশ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অংশগ্রহণ এবং খেলার প্রতি ভালোবাসা। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, যা মান্দার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। খেলা শেষে অতিথিবৃন্দ, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। শেষে চ্যাম্পিয়ন দলকে একটি হিরো হোন্ডা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।
০৪ জুলাই, ২০২৫

বিএমপি’র আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে।  মঙ্গলবার (৩০ জুন) বিকালে মেট্রোপলিটন পুলিশের রুপাতলিস্থ পুলিশ লাইন্স মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।  টুর্নামেন্টের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার, মোঃ শরফুদ্দীন ও মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।  নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চার অংশ হিসেবে বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলামের উৎসাহ, উদ্দীপনা ও সার্বিক দিক-নির্দেশনায় অনুষ্ঠিত আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে গ্রæপ ‘এ’ এর (বিএমপি হেডকোয়ার্টার্স) বনাম (ডিবি এবং সিটিএসবি)। এ সময় কমিশনার খেলাধুলা ও শরীরচর্চার উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।   
০১ জুলাই, ২০২৫

রূপসায় আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 
খুলনার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই আ্যসোসিয়েশনের আয়োজনে আন্তঃব্যাচ  ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল খেলা  কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৭ জুন বিকালে অনুষ্ঠিত হয়।  ব্যাচ ১৬ ও ২১ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩-০ গোলে ২১ ব্যাচ  চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের আনিস ।  খেলায় সভাপতিত্ব করেন অ্যলামনাই আ্যসোসিয়েশনের সভাপতি  বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আ্যলামনা এসোসিয়েশনের সহ-সভাপতি ও মংলা বন্দর এর প্রধান প্রকৌশলী শেখ শওকত আলী। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন আ্যলামনায় আসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, পল্লী বিদ্যুতের এজিএম এ হালিম খান, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এফ এম মনিরুল ইসলাম, কোষাধাক্ষ হাজী মোঃ সাইফুল ইসলাম, উপ-কোষাধ্যক্ষ মহিউদ্দিন লিটু, বিশিষ্ট ক্রীড়ানুরাগী সৈয়দ মাহমুদ আলী, সৈয়দ নিয়ামত আলী, প্রচার সম্পাদক মুন্না সরদার, বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান মুকুল, সাবেক ইউপি সদস্য মোঃ সাজ্জাদ সরদার, মোঃ মাসুদুর রহমান, মোঃ ওবায়েদ ফরাজী, মোঃ আরজান আলী, সংগঠনের মিডিয়া কমিটির উপ-সম্পাদক সাংবাদিক আ: রাজ্জাক শেখ , মোঃ বেলাল হোসেন, বিশ্বাস শরিফুল ইসলাম বাচ্চু, ইসরাইল বাবু, আবুল কাশেম , আবু দাউদ দানিশ,  সামিউল আলম  রিসাত, জহির খান, জাকারিয়া হোসেন, মিরাজুল ইসলাম মিরান।  খেলা পরিচালনা করেন বাশির আহমেদ লালু, আব্দুল্লাহ আল এলিচ, ফেরদৌস সরদার।   
২৭ জুন, ২০২৫

উপরে