মৌলভীবাজার জেলা কারাগারে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী প্রিজন্স ফুটবল টুর্নামেন্ট।
সোমবার (৩০ জুন) সকালে কারাগার মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
কারাগারের জেলার কাজী মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আয়শা আক্তার লাবনী। এছাড়াও সরকারি ও বেসরকারি কারা পরিদর্শকগণ উপস্থিত থেকে আয়োজনটিকে উৎসাহ দেন।
জেলার কাজী মাজহারুল ইসলাম জানান, টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। খেলাগুলোর প্রতিটিতে অংশ নিচ্ছেন কারাগারের কর্মকর্তা-কর্মচারী ও বন্দিরা একসঙ্গে।
তিনি বলেন, ‘এই আয়োজন বন্দিদের মানসিক প্রশান্তি, শৃঙ্খলা, দলগত চেতনা ও ইতিবাচক জীবনে ফেরার পথকে উৎসাহিত করবে।’
সুশীল সমাজ মনে করে, কারা প্রশাসনের এমন উদ্যোগ বন্দিদের শুধু বিনোদনের সুযোগই নয়, বরং আত্মউন্নয়ন ও সমাজে পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করবে—এমনটাই আশা করছে সংশ্লিষ্ট মহল।