রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ফুটবল কোচের পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!

ক্রীড়া ডেস্ক
  ০৪ জুলাই ২০২৫, ১৬:৩১
ফুটবল কোচের পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
ফুটবল কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা  ও বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন

বাংলাদেশ ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। আর সেই শাহীনকে বাফুফের জাতীয় দল কমিটির সদস্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৪ জুলাই) বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষরিত চিঠি পেয়েছেন তিনি।

গত ১৪ জুন বাফুফের সংবাদ সম্মেলনে হঠাৎ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চেয়ে বসেন নির্বাহী কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। এর রেশ দুই সপ্তাহ না যেতেই এবার নিজেই ‘শাস্তি’ পেলেন টিমস কমিটির অন্যতম এই সদস্য। জাতীয় টিমস কমিটি থেকে অপসারিত হয়েছেন শাহীন!

শাহীনকে অব্যাহতি দেওয়ার সুনির্দিষ্ট কোনও কারণ চিঠিতে উল্লেখ নেই। নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি ফুটবল উন্নয়নে সম্পৃক্ত থাকবেন, এমন কথা লেখার পাশাপাশি জাতীয় দল কমিটি থেকে অপসারণের বিষয়টি রয়েছে।

আর এই প্রসঙ্গে শাহীন সংবাদ মাধ্যমকে বলেন, ‘আজই সভাপতি স্বাক্ষরিত চিঠি পেয়েছি। আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে কোনো সমস্যা নেই। নির্বাহী কমিটিতে তো আছি। তবে আমি এখনো মনে করি বাংলাদেশ দলের স্বার্থে হাভিয়ের কাবরেরার পদত্যাগ করা উচিত। এটা আমি মনে করি অনেকেরই দাবি।’

প্রায় সাড়ে তিন বছর বাংলাদেশ পুরুষ ফুটবলের দায়িত্বে হ্যাভিয়ের ক্যাবরেরা। ২০২৩ সালে সাফ ফুটবলের সেমিফাইনাল ছাড়া তার উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই।

প্রাথমিক দল নির্বাচন, খেলোয়াড় বদল বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল। হামজা চৌধুরি, সামিত সোমের মতো ফুটবলার বাংলাদেশ দলে যুক্ত হওয়ার পরও ভারত এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জয় না পাওয়ায় কোচের মুন্ডুপাত করছেন সবাই। হংকং ম্যাচের আগে কোচের অব্যাহতি চাইছেন ফুটবলসংশ্লিষ্ট অনেকেই।

এদিকে নির্বাহী কমিটির দুজন সদস্য এর আগে বিতর্কিত মন্তব্য করলেও তাদের বিরুদ্ধে কিছু করা হয়নি। শুধু শাহীনের ওপর দিয়ে ঝড় গেলো!

বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন ও ফুটবল কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে