সাম্প্রতিক সময়ে সিমেন্ট খাতের তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।
স্টক এক্সচেঞ্জের চিঠির জবাবে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ১৬ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর ছিল ২২ টাকা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৯ টাকা ৫০ পয়সা। দরবৃদ্ধির পাশাপাশি এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে।
সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আরামিট সিমেন্টের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১১ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৬২ পয়সা। এদিকে আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৯৭ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৫০ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৭ পয়সায়।
যাযাদি/ এসএম