শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

পূবালী ব্যাংকের শেয়ার কিনেছে ট্রাউজার লাইন লিমিটেড

যাযাদি ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৫
পূবালী ব্যাংকের শেয়ার কিনেছে ট্রাউজার লাইন লিমিটেড

পূর্ব ঘোষণা অনুসারে ট্রাউজার লাইন লিমিটেড তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেডের ২০ লাখ শেয়ার কিনেছে। বিদ্যমান বাজারদরে এ শেয়ার কিনেছে কোম্পানিটি। পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালক রানা লায়লা হাফিজ ট্রাউজার লাইনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ২৮ কোটি ২৯ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ২৮৬ কোটি ৩৩ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১০২ কোটি ৮২ লাখ ৯৪ হাজার ২১৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩১ দশমিক ৪৯ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ৯৭, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৯ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৩৮ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৭১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৬ পয়সা। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৭৪ পয়সায়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে