সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

জেএমআই হসপিটালের ইপিএস সামান্য বেড়েছে

যাযাদি ডেস্ক
  ১২ নভেম্বর ২০২৩, ১৩:২৫
জেএমআই হসপিটালের ইপিএস সামান্য বেড়েছে
জেএমআই হসপিটালের ইপিএস সামান্য বেড়েছে

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫৩ পয়সা। ঢাকা স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৬৬ পয়সা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৫ পয়সা।

২০২১-২২ হিসাব বছরে জেএমআই হসপিটাল বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫০ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৮ টাকা ৮৪ পয়সায়।

এদিকে কোম্পানিটির লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ২২ জানুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহবান করা হয়েছে। রেকর্ড ডেট ২৬ নভেম্বর।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে