মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উদ্ধারকৃত ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মুল্য প্রায় দেড় লক্ষ টাকা। রবিবার ১২ মে মাঝরাতে অভিযান চালিয়ে হরিরামপুর থানাধীন কালই গোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাতেন প্রমানিক (৫২), পিতা- মৃত জুলমত প্রমানিক; সামছুল (৩৫), পিতা-মৃত তোতা সরদার, উভয় সাং-কালই; মো. রাব্বি (২২)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, (পূর্ব) মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ)/ মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি (পূর্ব), মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই(নিঃ)/ সুরেশ রাজবংশী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন কালই গোপালপুর সাকিনস্থ জনৈক শরীফ এর দক্ষিণ দুয়ারী টিনের একচালা বসত ঘরের সামনে হইতে আসামী বাতেন প্রমানিকের কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিন খান বলেন, জেলা গোয়েন্দা শাখার অভিযানে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।