মাত্র ৬০ বছর বয়সে ফুটবল বিশ্বকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। মাঠ কিংবা মাঠের বাইরে বিতর্ক কখনোই তার পিছু ছাড়েনি। বাঁ-পায়ের নৈপুণ্যের পাশাপাশি তিনি ছিলেন বেশ বাক্পটু। সদ্য প্রয়াত আর্জেন্টাইন এই কিংবদন্তির বিখ্যাত কিছু উক্তি নিয়ে আজকের এই আয়োজন:
১. ‘বল দেখা, এর পেছনে ছোটার মাধ্যমে আমি হয়ে উঠি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’
২. আমি ভুল করেছি এবং সেগুলোর জন্য মসুলও গুনেছি। কিন্তু বল এখনো খাঁটি।’
৩. ‘আমি ম্যারাডোনা। যে গোল করে, ভুলও করে। আমি এগুলো সবই বয়ে বেড়াতে পারি। সবার সঙ্গে লড়াই করার মতো বিশাল এক কাঁধ রয়েছে আমার।’
৪. ‘আপনি আমার সম্পর্কে অনেক কথা বলতে পারেন। কিন্তু আমি ঝুঁকি নেই না, এ কথা কখনো বলতে পারবেন না।’
৫. ‘আমি কালো কিংবা সাদা হতে পারি কিন্তু জীবনে কখনো ধূসর হব না।’
৬. ‘আমি যুক্তরাষ্ট্র থেকে আসা সবকিছুই ঘৃণা করি। আমি এগুলোকে আমার সমস্ত শক্তি দিয়ে ঘৃণা করি।’
৭. ফুটবলের আরেক কিংবদন্তি পেলের সম্পর্কে- পেলে এবং আমার মধ্যে কে সেরা তা নিয়ে কোনো বিতর্ক থাকবে না। সবাই আমার কথাই বলবে।
৮. পেলের উচিত জাদুঘরে চলে যাওয়া।’
৯. হ্যান্ড অব গড সম্পর্কে- (গোলটি দেওয়ার পর) আমি চাইছিলাম সতীর্থরা আমাকে জড়িয়ে ধরুক কিন্তু কেউ আসছিল না... আমি তাদের বললাম, এসো আমাকে জড়িয়ে ধর। নাহলে রেফারি এটা বাতিল করে দেবে।’
১০. ‘ক্ষমা চেয়ে ইতিহাস পাল্টে দিতে পারলে আমি অবশ্যই তা করতাম। কিন্তু গোলটি এখনো একটি গোলই। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো এবং আমি হয়ে গেলাম বিশ্বের সেরা খেলোয়াড়।’
১১. মেসি ও রোনালদো সম্পর্কে- গোল করার পরে মেসি স্বাভাবিক উদযাপন করে। আর ক্রিশ্চিয়ানো গোল করে এমন ভাব করে যেন সে শ্যাম্পুর বিজ্ঞাপন শুটিং করছে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd