আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ম্যাচসেরা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার স্পিন-বিষে নীল হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে তাই সাকিবের প্রসংশা করলেন প্রতিপক্ষ ওয়ানডে অধিনায়কও।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মদ বলেন, সাকিবের বিপক্ষে রান করা কঠিন ছিল। গুরুত্বপূর্ণ কিছু উইকেট শিকার করেছে সে। বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনারও।
তিনি আরও বলেন, আমরা ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছিলাম। বোলিংয়ে ভালোই করেছি। আশা করি পরের ম্যাচে ব্যাট হাতেও ভালো করব।
প্রসঙ্গত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় লাভ করে সিরিজে ১-০ এগিয়ে গেছে টাইগাররা। বল হাতে ৭.২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন, ব্যাট হাতে করেছেন ৪৩ বলে ১৯ রান। অলরাউন্ডার নৈপুণ্য প্রদর্শনের জন্য তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। দুই দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শুক্রবার ২২ জানুয়ারি একই মাঠে অনুষ্ঠিত হবে।
যাযাদি/এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd