কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রায়টা বালু ঘাট সংলগ্ন এলাকায় পদ্মা নদী থেকে ছোড়া গুলিতে এক তীরবর্তী বাসিন্দা গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার জুনিয়াদহ রায়টা বালু ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আমিরুল গাইন (৫২) কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার শরীরে দুটি গুলি লেগেছে। আমিরুল ফয়জুল্লাহপুর গ্রামের মৃত জলিল গাইনের ছেলে। সে একজন কৃষক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, রাজশাহীর বাঘা আলাইপুর চর থেকে একটি স্পিডবোটে ১০/১২ জনের অস্ত্রধারী দল ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রায়টার পদ্মার তীরে এসে গ্রাম লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এসময় আমিরুল গাইন গুলিবিদ্ধ হন। তার শরীরে দুটি গুলি লেগেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়ার একটি হাসপাতালে ভর্তি করেছে। কয়েকদিন ধরে রায়টার বালু ঘাট এলাকায় ভাঙন দেখা যায়।
এ অবস্থায় বালু বাহি নৌকা চলাচলে গ্রামবাসী বাধা দিয়ে নিষেধ করা হয়। এর জের ধরেই শনিবার এ ঘটনা ঘটে। আলাইপুরের লোকজনের বালু উত্তোলন করার কথা বাঘা আলাইপুর চরে। কিন্তু তারা ভেড়ামারা দৌলতপুর উপজেলায় ভাঙনকবলীত এলাকায় এসে অবৈধভাবে বালু উত্তোলন করছে।
এতে নৌকা চলাচলে এ এলাকায় ভাঙন বাড়ছে। ভাঙনরোধে গ্রামবাসীরা নৌকাওলাদের নিষেধ করায় তারা একটি স্পিডবোট করে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্র হাতে নিয়ে রায়টা গ্রামবাসীর উপর এলোপাতাড়ি গুলিবর্ষন করতে থাকে। এসময় আনিরুল গাইন নামে একজন গ্রামবাসী গুলিবিদ্ধ হন। এসকল অবৈধ বালু খেকোরা দীর্ঘদিন ধরে এলাকা অশান্ত করে তুলেছে। প্রকাশ্যে অস্ত্রের মহরা দিচ্ছে। এটা বন্ধ করা দরকার।
ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, গুলিবিদ্ধের যে ঘটনা ঘটেছে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষীকুন্ডা নৌ ফাড়ির ওসি ফিরোজ উদ্দিন বলেন, গুলির ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছে।