রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিখোঁজ জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমানের সন্ধান মিলেছে। রোববার (৬ জুলাই) সকালে তিনি বাসায় ফিরেছেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেন।
মুশফিকুরের পরিবারের বরাত দিয়ে ওসি সাজ্জাদ বলেন, কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন ডিজিএম মুশফিকুর রহমান। ভুল করে বাসায় মোবাইল ফোন রেখে তিনি বের হয়েছিলেন।
এর আগে তার সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ভুক্তভোগীর পরিবার।
পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, বাসার পাশের মসজিদেও জুমার নামাজ পড়েননি মুশফিকুর রহমান।
সন্ধান পাওয়ার আগেই খিলক্ষেত থানা পুলিশ এর সত্যতা পায়। ওসি সাজ্জাদ হোসেন জানান, মুশফিকুর রহমান নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন। তবে তিনি মসজিদে যাননি, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।