রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ডাকসুতে চমক দেখাতে চায় ছাত্রশিবির 

যাযাদি ডেস্ক
  ০৬ জুলাই ২০২৫, ০৯:৩৯
ডাকসুতে চমক দেখাতে চায় ছাত্রশিবির 
ডাকসুতে যেসব শিবির নেতা লড়তে পারেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আসন্ন নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমে উঠেছে ছাত্র রাজনীতির নানা সমীকরণ।

নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন প্রক্রিয়ায় জড়িত অংশীজনদের সঙ্গে একাধিক সভা করে চূড়ান্ত তফসিল ঘোষণার প্রস্তুতিও নিয়েছে প্রশাসন।

এর আগে আগস্ট মাসের প্রথমার্ধেই ডাকসুর ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ হতে যাচ্ছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানোর পর ছাত্র সংগঠনগুলো তাদের প্যানেল গোছানোর কাজ শুরু করে দিয়েছে।

ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি সংগঠনই নিজেদের জনপ্রিয় এবং ক্যারিশমাটিক ছাত্রনেতাদের ভিপি (সহ-সভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী করে প্যানেল গঠন করার উদ্যোগ নিয়েছে।

বন্ধুপ্রতিম কিংবা কাছাকাছি আদর্শের ছাত্রসংগঠনগুলো একত্রিত হয়ে শক্তিশালী যৌথ প্যানেল করার জন্যও নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এছাড়া কোনো ছাত্রসংগঠনে পদধারী না হয়েও ক্যাম্পাসের নানা আন্দোলন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে নেতৃত্ব দেওয়া জনপ্রিয় শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

শিবিরের নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন ঢাবি ক্যাম্পাসে প্রকাশ্যে কার্যক্রম না থাকলেও পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার মতো জনবল তাদের রয়েছে।

২৪ এর অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমকে ভিপি প্রার্থী করে তারা প্যানেল গঠন করতে পারে বলে জানা গেছে।

এছাড়াও ভিপি-জিএস পদে শিবিরের প্যানেলে আরও আলোচনায় আছেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

ডাকসুর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে শিবিরের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ জানান, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে ডাকসুতে এমন প্যানেল দেওয়ার জন্য কাজ করছে তারা।

এক্ষেত্রে দলীয় প্যানেলে নারী, অমুসলিম এবং আদিবাসী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পদে রেখে চমক দেখাতে চায় শিবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে