আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ের দিনে ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসির আল শাহরানি। তার চোয়াল ও মুখের বাঁ দিকের হাড় ভেঙে যায়। তবে সফল অস্ত্রোপচারে সুস্থ আছেন তিনি। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে নামার আগে সতীর্থকে ধন্যবাদ জানিয়েছেন সৌদি ফুটবলাররা। এছাড়া তাঁর জার্সি নিয়ে খেলতে নেমেছেন আলদাওশারিরা।
অপরদিকে গতকাল পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে নামার আগে দলের ছবি তোলার সময় দেখা যায়, দলের গোলরক্ষক আলওয়াইস জার্সি ধরে রয়েছেন আল শাহরানির। দলের ১১ জন ফুটবলারের সঙ্গে দ্বাদশ ফুটবলার হিসাবে দলের সঙ্গে রয়েছেন আল শাহরানি। এছাড়া তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন সৌদি আরবের ফুটবলাররা।
আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের দিনে আলওয়াইসের সঙ্গে সংঘর্ষে গুরুতর চোট পান আলশাহরানি। তাঁর চোয়ালে লাগে। ম্যাচের মধ্যেই তাঁকে ভর্তি করানো হয় দোহার রামাদ মেডিক্যাল সিটি হাসপাতালে। সেখানে পরীক্ষা করে দেখা যায়, চোয়ালের হাড় ভেঙেছে আল শাহরানির। সৌদির রাজার বিশেষ বিমানে করে তাঁকে রিয়াধে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ন্যাশনাল গার্ড হাসপাতালে অস্ত্রোপচার হয় তার।
যাযাদি/ সোহেল