শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
walton

টাকা না নিলে এখনই সাকিবকে সিইও করতাম : পাপন

যাযাদি ডেস্ক
  ১০ জানুয়ারি ২০২৩, ০৯:৩৮
আপডেট  : ১০ জানুয়ারি ২০২৩, ১০:০২
ফাইল ছবি

বিপিএলের অব্যবস্থাপনা ইস্যুতে সাকিব আল হাসান সম্প্রতি বলেছিলেন, ‘দুই-তিন মাসেই সব ঠিক করে দিতাম...’। তার কথার পর চারদিকে আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরে তাকে প্রধান নির্বাহীর (সিইও) দায়িত্বে স্বাগত জানানোর কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব অবশ্য গত রোববার এক অনুষ্ঠানে বলেন, সভাপতি হওয়াই ভালো মনে করেন তিনি। গত কয়েকদিন তার মন্তব্য ও পাল্টা মন্তব্যে সরগরম ক্রিকেটাঙ্গণ।

এবার এ নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, সাকিব বিপিএলের দলের সঙ্গে চুক্তিবদ্ধ না থাকলে এখনই সিইও করতাম।

পাপন বলেন, ‘আচ্ছা ও (সাকিব) হবে (বিপিএলের সিইও)? হলে তো এখনই দিতাম। ও অলরেডি টাকা নিয়ে নিছে একজনের কাছ থেকে..এখনই দিতাম, এবারই দিতাম। তো কী পরিবর্তনটা করতো? হ্যাঁ, বড়জোর বলতে পারতো আমি এফটিপির খেলা খেলবো না, এইতো। আমরা তো এটা মানি না। ও সিইও হয়ে বললেও তো আমরা মানবো না।’

সাকিবের সভাপতি হতে চাওয়ার ইচ্ছার বিষয়ে পাপন বলেন, ‘দুইটা জিনিস দেখেন, সাকিব এর আগে একবার বলেছিল, আমি যদি বিসিবির সভাপতি হই তাইলে আমি... (সেরা কি যেন একটা করবো সভাপতি হবো), কোথায় জানি বলেছিল। কারণ ও জানে যে এটা আসলে সম্ভব না অন্য কারণে। বিসিবিতে হলে তো হবে না তাহলে তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়তে হবে। এটা আসলে অন্য একটা ইস্যু।’

‘এখন যেমন বলেছে আমি যদি সিইও হই, ও তো হবে না সিইও। তো এটা বলতে অসুবিধা কি? এখন আমি যদি বলি বা আপনি যদি বলেন, ‌‘আমি যদি সাকিব হতাম এটা করবো। এটা আপনি বলেই দিচ্ছেন এটা সম্ভব না। ও পরোক্ষভাবে বলেই দিছে এটা সম্ভব না।’

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে