মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সকল মুসলিমদের জানাই রমজান মুবারক : রোনালদো

যাযাদি ডেস্ক
  ২৩ মার্চ ২০২৩, ১৪:২৩
সকল মুসলিমদের জানাই রমজান মুবারক : রোনালদো
দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ক্রিস্টিয়ানো রোনালদোর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

ইউরো বাছাইপর্বে আগামীকাল শুক্রবার (২৪ মার্চ) লিচেনটেনস্টেইন ও সোমবার (২৭ মার্চ) লুক্সেমবার্গের বিপক্ষে খেলবে পর্তুগাল। ম্যাচ দুটো খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো।

ভুলে যাওয়া এক বিশ্বকাপ শেষের পর ধীরে ধীরে নিজেকে খুঁজে পেতে শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক্লাব আল-নাসেরের হয়ে ছন্দে ফিরেছেন পর্তুগিজ সুপারস্টার। ক্লাব ফুটবলে এখন চলছে আন্তর্জাতিক বিরতি। ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলতে রোনালদো এখন জাতীয় দলের শিবিরে।

1

এরই মাঝে শুরু হয়েছে মুসলিমদের পবিত্র মাস রমজান। রমজান উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো। গতকাল বুধবার (২২ মার্চ) দিনগত রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে রমজানের একটি পোস্টার প্রকাশ করে তাতে লিখেন, ‘সকল মুসলিমদের জানাই রমজান মুবারক।’

চলতি মৌসুমে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন রোনালদো। দলে তার সতীর্থদের অধিকাংশই মুসলমান। এছাড়া, সৌদি আরবে ধর্মীয় বেশকিছু অনুষ্ঠানেও গিয়েছেন রোনালদো।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে