শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪৮ বলে আয়ারল্যান্ডের লক্ষ্য ১০৪ রান

যাযাদি ডেস্ক
  ২৭ মার্চ ২০২৩, ১৭:৩৪
আপডেট  : ২৭ মার্চ ২০২৩, ১৯:২৯

বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেল আয়ারল্যান্ড ক্রিকেট দল। আবহাওয়া অনুকূলে থাকলে ৫টা ৪০ মিনিটে দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার কথা।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রানের রেকর্ড গড়ার সম্ভাবনা ছিল বাংলাদেশ দলের। কিন্তু বৃষ্টির কারণে সেই সম্ভাবনা ভেস্তে যায়।

১৯.২ ওভারে বৃষ্টি শুরুর আগে বাংলাদেশ করে ৫ উইকেটে ২০৭ রান। শেষ ৪ বলে আর মাত্র ৯ রান করলেই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড হতো।

এর আগে ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে ২১৫ রান করে বাংলাদেশ।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। উদ্বোধনী জুটিতে মাত্র ৪৩ বল মোকাবেলা করে ৯১ রানের জুটি গড়েন

যাযাদি/এস এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে