মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আপনারা কেউ এনওসি দিয়ে থাকলে দিতে পারেন, আমরা দেইনি: পাপন 

যাযাদি ডেস্ক
  ৩১ মার্চ ২০২৩, ১৯:১৬
আপডেট  : ৩১ মার্চ ২০২৩, ১৯:১৯
আপনারা কেউ এনওসি দিয়ে থাকলে দিতে পারেন, আমরা দেইনি: পাপন 
চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টি শেষে কথা বলছেন নাজমুল হাসান পাপন। ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই দেশের ক্রিকেট প্রাঙ্গণের একটি কথাই বেশি চর্চা হচ্ছে তা হলো আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব-লিটন এবং মুস্তাফিজের খেলতে যাওয়ার বিষয়টি। ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকায় এখনও অনাপত্তি পত্র পায়নি এই তিন ক্রিকেটার।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠে এনওসিও পেয়েছেন সাকিব। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার (৩১ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন।

আইপিএল ইস্যুতে পাপন বলেন, 'আইপিএল কর্তৃপক্ষ যখন আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা তাদের বলেছি, কখন তারা (সাকিব-মোস্তাফিজ-লিটন) অ্যাভেইলেবল। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় তাহলে বিসিবি জানাবে। এটাই আমি বলেছি বারবার।'

সাংবাদিকদের ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘আপনারা কেউ এনওসি দিয়ে থাকলে দিতে পারেন। আমরা এখনো দেইনি। আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের এবং এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা! আমরা জানি না এটাই হলো সমস‌্যা।’

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে সাকিব খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘না খেলার কোনো কারণ দেখি না। ওরা তো ইনজুরিতে নেই।'

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে