শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

তামিমের ব্যাট পেয়ে উচ্ছ্বসিত যুব ক্রিকেটাররা

যাযাদি ডেস্ক
  ০৬ জানুয়ারি ২০২৪, ১০:১৮
তামিমের ব্যাট পেয়ে উচ্ছ্বসিত যুব ক্রিকেটাররা

মাসখানেক আগে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে যুব এশিয়া কাপ জেতে বাংলাদেশ। এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এই যুবারা ব্যাট চেয়েছিলেন তামিমের কাছে। তামিম সেই মোতাবেক ব্যাট প্রস্তুতকারী একটি সংস্থার মাধ্যমে ব্যাট নিয়ে আসেন।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ব্যাট ব্যবহার করেন তামিমই। তার বিশেষ চাহিদা অনুযায়ী ব্যাটগুলো তৈরি করে ‘সিএ’ কোম্পানি। তামিম জানালেন, একই মানের ব্যাট দিয়ে এবার বিশ্বকাপ খেলবে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।

যুব টাইগারদের সামনে বিশ্বকাপ মিশন। আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। এর আগে যুব ক্রিকেটারদের চাহিদামতো ভালোমানের ব্যাট এনে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যা নিয়ে বেশ উচ্ছ¡সিত ও প্রেরণা পাওয়ার কথা জানিয়েছেন যুব ক্রিকেটার আশিকুর রহমান শিবলি।

মিরপুরের ইনডোরের সামনে দুই হাতে দুই ব্যাট নিয়ে পরখ করে দেখছেন আশিকুর রহমান শিবলি। পাশেই থাকা যুব বিশ্বকাপ দলের আরও কয়েকজন সদস্য নতুন ব্যাট পেয়ে শ্যাডো করছিলেন। এই ব্যাটগুলো একটু আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের মাধ্যমে হাতে পেয়েছেন যুবারা।

শুধু ব্যাট বুঝিয়ে দিয়েই থামেননি, বেশ কিছুক্ষণ অনুপ্রাণিত করেছেন যুবা ক্রিকেটারদের। আশ্বাস দিয়েছেন যে কোনো সমস্যায় পাশে থাকার। শুনিয়েছেন খারাপ সময় কাটিয়ে ফিরে আসার পথও।

এর আগেও অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের প্রত্যেককে ব্যাটসহ প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী দিয়েছেন। এবার পেলেন আরও উন্নতমানের ব্যাট।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে সবশেষ মিরপুরে এসেছিলেন তামিম। বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর এতদিন মিরপুরমুখী হননি এই বাঁ-হাতি ওপেনার। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে খেলায় ফিরবেন তামিম, খেলবেন ফরচুন বরিশালের হয়ে। গতকাল যুবাদের কোচ ওয়াসিম জাফর-স্টুয়ার্ট ল’র সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বিমান ধরার আগে আরও একদিন অনুশীলন করবে মাহফুজুর রহমান রাব্বির দল। ৭ জানুয়ারি রাতে ঢাকা ত্যাগ করবে তারা।

শুক্রবার মিরপুরে তামিম ইকবাল যুব ক্রিকেটারদের এসব ব্যাট উপহার হিসেবে পেয়ে ব্যাটসম্যান আশিকুর রহমান শিবলি গণমাধ্যমে বলেন, ‘তামিম ভাই আমাদের আশ্বাস দিয়েছিল ব্যাট দেবে। আজকে আমরা সেগুলো পেয়েছি। অনেক ভালো লাগছে। এশিয়া কাপের মাঝখানে কিছু কিছু ক্রিকেটার ভালো ব্যাট চাচ্ছিল। পরে হান্নান (যুব দলের নির্বাচক হান্নান সরকার) স্যারের মাধ্যমে এসেছে। ব্যাট দেখে ভালোই মনে হয়েছে।’ বিশ্বকাপের আগের তামিম নিজের অভিজ্ঞতা ও ভালো করার পরামর্শ দিয়েছেন বলে জানান শিবলি, ‘(তামিম) ভাই আমাদের অনেক মোটিভেট করেছেন। ভালো ভালো কথা বলেছেন। বিশ্বকাপে কী কী পরিস্থিতি আসতে পারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। দলের সবার জন্য একই পরামর্শ দিয়েছেন। উনার ভালো-খারাপ সময়, জানিয়েছেন কীভাবে উনি কামব্যাক করেছে।’

অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হান্নান সরকার বলেন, ‘এশিয়া কাপের সময়ই যুব ক্রিকেটাররা ভালো মানের ব্যাট চাচ্ছিল। তখন আমি সিনিয়র কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও যোগাযোগ করি। এক পর্যায়ে তামিম ইকবাল আমাদের ৩-৪টা ব্যাট দেওয়ার কথা জানায়। পরে আবার নিজ থেকে যোগাযোগ করে যুব বিশ্বকাপের স্কোয়াডে থাকা সবার (১৫) জন্যই ব্যাটের ব্যবস্থা করবে বলে জানায় তামিম। এখন সে ব্যাটগুলো পেয়ে স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা উচ্ছ্বাসিত।’

আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে যুব বিশ্বকাপ আসর। বিশ্বকাপ শুরুর দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রাব্বিদের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুব টাইগাররা। আগামী ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ২০২০ সালের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচ খেলবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে