শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মায়ামি কোচকে কেনো মারতে গেলেন মেসি?

যাযাদি ডেস্ক
  ০৭ এপ্রিল ২০২৪, ১২:০৪
ছবি-সংগৃহিত

লিওনেল মেসির একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ইন্টার মায়ামি লিখেছে, ‘হি’জ ব্যাক।’ যেটির মানে, চোট কাটিয়ে তিনি ফিরছেন। কলোরাডো র‌্যাপিডসের বিপক্ষে ম্যাচের জন্য মায়ামির স্কোয়াডে আছেন এই মহাতারকা। তিনি আদৌ মাঠে নামবেন কি না বা নামলেও কতক্ষণের জন্য, সেটা অবশ্য পরিষ্কার করা হয়নি। তবে এই ম্যাচের আগে তোলপাড় চলছে আগের ম্যাচে তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ নিয়ে।

গত বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে সিএফ মন্টেরেইয়ের বিপক্ষে ম্যাচটিতে না খেললেও মাঠে ছিলেন মেসি। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, ম্যাচ শেষে মন্টেরেইয়ের ড্রেসিং রুমের দিকে ক্ষুব্ধ হয়ে তেড়ে গিয়ে এক পর্যায়ে চিৎকার করতে দেখা গেছে মেসিকে। ম্যাচটিতে ২-১ গোলে হেরে যায় মায়ামি। পরে এটা নিয়ে মন্টেরেই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগও করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। মেক্সিকোর ক্লাবটির অভিযোগপত্রে মেসির পাশাপাশি জর্দি আলবা ও লুইস সুয়ারেজের নাম থাকার খবরও এসেছে সংবাদমাধ্যমে। ঘটনার পেছনের কারণ অস্পষ্ট বলে জানায় ইএসপিএন।

তবে তাদের প্রতিবেদনেই বলা হয়েছে, ম্যাচের আগে মন্টেরেই কোচের একটি মন্তব্যের সঙ্গে ঘটনার যোগসূত্র থাকতে পারে। মন্টেরেইয়ের আর্জেন্টাইন কোচ ফের্নান্তো ওর্তিস ম্যাচের আগে তার দলকে উদ্বুদ্ধ করার জন্য বলেছিলেন যে, মায়ামি আর ১০টি ক্লাবের মতোই এবং মেসিও সবার মতোই একজন খেলোয়াড়। পাশাপাশি তিনি এটিও বলেছিলেন, মেসির মতো বড় তারকাদের ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত তার ও ওই ক্লাবের পক্ষে প্রভাবিত হয়।

ম্যাচ শেষে মেসি ও তার কয়েকজন সতীর্থ মূলত মন্টেরেই কোচের দিকে তেড়ে গিয়েছিলেন বলে খবর এসেছে কিছু সংবাদমাধ্যমে। কলোরোডোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শুক্রবার মায়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেস অবশ্য সেই অভিযোগ পাত্তা দিলেন না খুব একটা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার মাঠেই ঘটেছে। কাপ ম্যাচ ছিল এটি, আমরা জানি যে এসব ম্যাচ কেমন হয়, কতটা তীব্র তাড়না নিয়ে খেলা হয়... তবে সত্যি বলতে, সেদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো ছিল মাঠেই। প্রবল এক প্রতিপক্ষের সঙ্গে লড়েছি আমরা, দুর্ভাগ্যজনকভাবে আমরা ১০ জনের দলে পরিণত হই এবং প্রত্যাশিত ফল পাইনি। এখন আমাদের মন্টেরেইয়ে (পরের লেগে) যেতে হবে এবং পরের ধাপে যাওয়ার জন্য সম্ভাব্য সেরা ফল আদায় করতে হবে।’

মন্টেরেই কোচের মন্তব্যকে ঘিরে ওই ঘটনা ঘটেছে কি না, এরকম প্রশ্নে মায়ামি সহকারী কোচের উত্তর, ‘আমরা জানি যে, ফুটবলবিশ্বে ব্যাপারটি এরকমই। সব ধরনের মতামত এখানে দেখা যায়। যে যা বলছে, সেসবের দায় তাদেরই।’

মেসি কবে মাঠে ফিরবেন, এ নিয়েও কৌতূহলের শেষ নেই। গত ১৩ মার্চ ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে ৫০ মিনিট খেলে তিনি মাঠ ছাড়েন হ্যামস্ট্রিংয়ে টান লাগায়। তাকে ছাড়া খেলতে নেমে গত তিন সপ্তাহে চার ম্যাচের তিনটিতেই জিততে পারেনি মায়ামি। কলোরাডো র‌্যাপিডের বিপক্ষে শনিবার তাকে পাওয়া যাবে কি না, তা নিশ্চিত করে জানাননি সহকারী কোচ। প্রতি দিনই সে একটু একটু করে ভালো হচ্ছে।

প্রতিটি দিনই তার অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। আমরা আজকে তার অবস্থা দেখব, এরপর আবার দেখে সিদ্ধান্ত নেব। মাঠে ফিজিওর সঙ্গে প্রতিদিনই কাজ করছে সে। কখনো কখনো তার অবস্থা বুঝে সেই অনুযায়ী কাজ করা হচ্ছে। সম্প্রতি যে অনুশীলন সেশনগুলোতে অংশ নিয়েছে এবং ভালো অনুভব করছে।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে