সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে নেওয়া হয় সাকিব আল হাসানকে। বিদায়ী টেস্ট খেলতে রওনাও দেন দেশের ইতিহাসের সর্বকালের সেরা এই ক্রিকেটার। কিন্তু দুবাইয়ে ট্রানজিটে থাকাকালীন নিরাপত্তার স্বার্থে সাকিবকে দেশে না আসার পরামর্শ দেয় সরকার। মিরপুরে সাকিবের খেলা হচ্ছে না, এটা এক প্রকার নিশ্চিত। এসব সময়ে অভিজ্ঞ এই ক্রিকেটার এক ভিডিওতে এমন বার্তা দিলেন, যা নিয়ে শোরগোল অবস্থা।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশের বিমান ধরার কথা ছিল সাকিবের। কিন্তু এদিন মিরপুর স্টেডিয়ামে তাকে না খেলানোর বিপক্ষে বিক্ষোভ হয়। ‘মিরপুরের ছাত্রজনতা’ নামে একদল আন্দোলনকারী বিসিবিকে স্মারকলিপি দিয়ে সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানান। বাদ না দেওয়া হলে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি ঘোষণার হুমকিও দেন তারা।
এমন অবস্থায় মানসিকভাবে ভালো অবস্থায় থাকার কথা নয় সাকিবের। নিজের দেশে ফিরতে পারছেন না তিনি, খেলতে পারছেন না বিদায়ী টেস্টে। এর মাঝে ভিডিওতে তার দেওয়া বার্তা বিস্ময় জাগানোর মতোই।
আবুধাবি টি-টেন লিগে সাকিবের দল বাংলা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে সাকিবের বার্তাটা এমন, ভালোবাসুক কিংবা ঘৃণা করুক; সেটার পরোয়া নেই তার। কিন্তু তার সঙ্গে কেউ যেন খেলা না করেন।
ভিডিওটিতে কেবল সাকিবকেই দেখানো হয়েছে। সাকিব বলেন, আমার জীবন, আমার নিয়ম, আমার ধরন, আমার আচরণ। আমাকে ভালোবাসুন কিংবা ঘৃণা করুন, আমি পরোয়া করি না। কিন্তু আমার সঙ্গে খেলবেন না।
২ ঘণ্টা আগে পোস্ট করা এই ভিডিওটি বাংলা টাইগার্সের কোনো প্রমোশনের অংশ কিনা, সেটা পরিষ্কার করা হয়নি ফ্র্যাঞ্চাইটির পক্ষ থেকে। পোস্টটির ক্যাপশনেও সাকিবের কথা দেওয়া হয়েছে।
যাযাদি/ এস