মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

টেস্ট ক্রিকেট থেকে অবসরে কোহলি

যাযাদি ডেস্ক
  ১২ মে ২০২৫, ১৩:১৬
টেস্ট ক্রিকেট থেকে অবসরে কোহলি
বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ উপেক্ষা করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। রোহিত শর্মার বিদায়ের পর এবার আরও এক কিংবদন্তির সাদা পোশাকের যাত্রা শেষ হলো। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান কোহলি।

এর আগে গত বুধবার টেস্ট ক্রিকেটকে ‘গুডবাই’ জানিয়েছিলেন রোহিত শর্মা। নিজের সিদ্ধান্ত জানিয়ে পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। রোহিতের পথেই হাঁটলেন কোহলি।

নিজের অবসর বার্তায় আবেগ ছুঁয়ে গেলেন ভক্তদের। লিখেছেন, '১৪ বছর হয়ে গেল, যখন আমি টেস্ট ক্রিকেটে প্রথমবার ভারতের ব্যাগি ব্লু টুপি পরি। আমি সত্যিই ভাবতে পারিনি যে, এই ফর্ম্যাটে আমার যাত্রা এত দীর্ঘ হবে। এই ফরম্যাট আমাকে যাচাই করেছে, আমাকে গড়ে তুলেছে এবং আমাকে শিক্ষা দিয়েছে যা আমি সারা জীবন বয়ে বেড়াব।’

তিনি আরও লেখেন, ‘এই ফরম্যাট থেকে আমি সরে দাঁড়াচ্ছি, যে সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ নয়। তবে এটাই যথাযথ মনে হচ্ছে। আমার যা ছিল, সবটুকু নিংড়ে দিয়েছি। প্রতিদানে যা পেয়েছি, তা কখনও কল্পনাও করতে পারিনি। অত্যন্ত কৃতিজ্ঞ চিত্তেই আমি সরে যাচ্ছি। আমি সর্বদা প্রসন্নচিত্তে আমার টেস্ট কেরিয়ারের দিকে ফিরে তাকাব।’

দেশের হয়ে ১২৩টি টেস্ট খেলে কোহলি করেছেন ৯২৩০ রান। গড় ৪৬.৮৫। ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৯ সালে পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন অপরাজিত ২৫৪ রানের ইনিংস, যা টেস্ট ক্রিকেটে কোহলির সর্বোচ্চ রানের ইনিংস।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে