বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
গত রোববার (১১ মে) রাত আনুমানিক ৯ টা ১০ মিনিটের দিকে পরিচালিত এ অভিযান চালানো হয়।
বিজিবি সুত্রে জানা যায়, ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে, নিজস্ব গোয়েন্দা তথ্যের এমন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ অভিযানিক দল সীমান্ত এলাকায় স্থানীয় আবুল হোসেনের বাড়ির পাশে অবস্থান নেয়।
রাত আনুমানিক ৯ টা ১০ মিনিটের দিকে কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তি সামনের দিকে অগ্রসর হলে ওৎ পেতে থাকা বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ কর।
পরবর্তীতে বিজিবির টহল দল ঘটনাস্থল তল্লাশি করে মাদক কারবারিদের ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন, চোরাচালানকারীরা রাতের অন্ধকারে সুযোগ নিয়ে সীমান্ত ব্যবহার করে ইয়াবা ঢোকানোর চেষ্টা করে। তবে নিয়মিত টহল ও অভিযানের কারণে তাদের সে চেষ্টা সফল হচ্ছে না।