পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণের জন্য আকাশপথের যাত্রীদের দুবাইয়ে যাত্রাবিরতি আছে। বাংলাদেশের থেকে পাকিস্তানে যেতে হলে এই যাত্রাবিরতি হয়ে যায় বাধ্যতামূলক। পাকিস্তানে পাঁচ টি-টোয়েন্টি খেলতে যাওয়া বাংলাদেশ দলকে মাঝরাস্তায় পেয়ে যাওয়ার সুযোগটা নিতে চেয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট কর্তারা।
আমিরাত ক্রিকেট বোর্ড বিসিবির কাছে একটা প্রস্তাবটা রেখেছিল —দুই টি-টোয়েন্টির একটি সিরিজ খেলতে চায় তারা। বিসিবিও দেখেছে, বাংলাদেশের জন্যও এটা লাভজনকই। তাই আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের ‘যাত্রাবিরতি’র সিরিজ! যা আজ শনিবার শুরু হচ্ছে। টিভিতেও দেখা যাবে এই সিরিজটি।
বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত
প্রথম টি-টোয়েন্টি, রাত ৯টা
নাগরিক টিভি