সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

টাইব্রেকারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত

যাযাদি ডেস্ক
  ১৯ মে ২০২৫, ১০:১৯
টাইব্রেকারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারেও ভালো শুরু করে বাংলাদেশ। তবে শেষ দুই শটে বল জালে জড়াতে ব্যর্থ হওয়ায় ৪-৩ গোলে হেরে শিরোপা বঞ্চিত হলো লাল-সবুজ জার্সিধারীরা।

টাইব্রেকারে যাওয়া ম্যাচে প্রথম শটেই গোল আদায় করে বাংলাদেশ। প্রথম শটে গোল করে ভারতও। তবে দ্বিতীয় শটে বাংলাদেশ গোল পেলেও ভারত ব্যর্থ হতে। এতে আশা জাগে টাইগার শিবিরে। তৃতীয় শটে গোল দেয় দুই দেশই। তবে চতুর্থ ও পঞ্চম শটে ভারত সফল হলেও ব্যর্থ হয় বাংলাদেশ। হতাশা নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারীরা।

1

অরুনাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পায় ভারত। গোল দেন শামি সিংগামাইয়াম। প্রথমার্ধে ওই গোল শোধ করতে পারেনি বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে দারুণ গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৫৯তম মিনিটে গোল আদায় করেন জয় আহমেদ। এরপর আর কোনো দলই গোল দিতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

গ্রুপ পর্বে দুর্দান্ত পথচলা ছিল ভারতের, যেখানে কিছুটা অমসৃণ ছিল বাংলাদেশের। এ-গ্রুপে বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও ভুটানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে আসে। পরে সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে যায় বাংলাদেশ।

অন্যদিকে ভারত বি-গ্রুপে শ্রীলংকাকে ৮-০ এবং নেপালকে ৪-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। সেখানে তারা মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে