মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলাদেশ-আমিরাত টি-টোয়েন্টি 

দুই ম্যাচের সিরিজ গড়াল তিন ম্যাচে

ক্রীড়া ডেস্ক
  ১৯ মে ২০২৫, ১৭:২৭
দুই ম্যাচের সিরিজ গড়াল তিন ম্যাচে
ট্রফি লড়াই এখন দুই ম্যাচ থেকে বেড়ে হয়েছে তিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের এখন তিন ম্যাচে গড়াল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাবে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতিবাচক সাড়া দেওয়ায় দুই দলের চলতি টি-টোয়েন্টি সিরিজে ম্যাচের সংখ্যা বাড়ল একটি।

দুই দেশের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।

1

প্রথম দুই ম্যাচের মতোই শারজাহ স্টেডিয়ামে হবে ম্যাচটি। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার ম্যাচ বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় এমিরেটস ক্রিকেট বোর্ড।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ লড়বে দুই দল। প্রাথমিকভাবে এই সিরিজটি দুই ম্যাচেরই ছিল। তবে রোববার বিসিবির পক্ষ থেকে আরেকটি ম্যাচ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

ভারত-পাকিস্তান সংঘাতের ফলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত ছিল এক সপ্তাহ। এর প্রভাব পড়েছে বাংলাদেশের পাকিস্তান সফরেও।

সূচি অনুযায়ী, ২৫ মে শুরুর কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরিবর্তিত পরিস্থিতিতে এখন সেদিন হবে পিএসএলের ফাইনাল। তাই বাংলাদেশের সিরিজ যে পিছিয়ে যাচ্ছে, তা নিশ্চিত।

আরব আমিরাত সিরিজের পর তাই ফাঁকা সময় তৈরি হয়ে যায় বাংলাদেশের। ওই সময়টা কাজে লাগানোর পরিকল্পনায়-ই ম্যাচ বাড়ানোর প্রস্তাব দেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন।

চলতি সিরিজে ম্যাচ বাড়ানোয় বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সম্ভাবনা আরও বেড়েছে। তবে সিরিজের নতুন সূচি কী হবে বা কবে বাংলাদেশ দল পাকিস্তানে যাবে, সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

পাঁচ টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরের জন্য সরকারের সবুজ সঙ্কেত আগেই পেয়েছে বিসিবি। এই সিরিজের ভবিষ্যৎ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে এখন সংযুক্ত আরব আমিরাতে আছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন।

লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে বোর্ড সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের আলোচনার পর পাকিস্তান সফরের নতুন সূচির ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে