লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা-মহিপুর রংপুর সড়কে স্থাপিত বেড়িগেট অপসারণ ও যানবাহন চলাচলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলার যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটি। সংবাদ সম্মেলনে এলজিইডির এ সড়কটি সড়ক ও জনপদের আওতায় নিয়ে বাস ট্রাকসহ সকল যানবাহন চলাচলের দাবি করেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির বাবু একটি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, তিস্তা নদীতে সেতু নির্মাণের পর ২০১৮ সালের এপ্রিলে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর পর ২০২৩ সালের ২৮ মে রাতে হঠাৎ এ সেতু দিয়ে ভারি যানবাহন-ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। এতে ট্রাক মালিক ও চালকেরা অতিরিক্ত ব্যায়ের শঙ্কায় পড়ে। বুড়িমারী স্থলবন্দর হতে লালমনিরহাট জেলা দিয়ে দেশের অভ্যন্তরে পণ্য পাঠাতে প্রায় ৫০কিলোমিটার সড়ক বাস-ট্রাক চালাতে হয়। এতে প্রায় ৫০ কিলোমিটার ঘুরে যাত্রী বাহী বাস পণ্যবাহী ট্রাক রংপুর প্রবেশ করতে হয় এতে অর্থ ও সময়ের ব্যাপক অপচয় হয়।
তিনি আরো বলেন, কাকিনা থেকে রংপুর এই রাস্তাটি প্রথমে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় নিয়ে যথাযথভাবে সংস্কার ও প্রশস্ত করার পর বাস ট্রাকসহ সকল যানবাহন চলাচলের দাবী জানানো হয়।
তিনি আরও জানান, সড়কের মাঝখানে স্থাপিত ব্যাড়িগেড কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। এতে স্কুলগামী, কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জরুরি রোগী পরিবহন ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই গেটের কারণে প্রায়ই অ্যাম্বুলেন্স আটকে যায়। জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে এটা বড় বাধা।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, কাকিনা - মহিপুর রাস্তাটি স্থানীয় সরকার আওতাধীন তাই এ রাস্তা দিয়ে বাস - ট্রাক ভারী যানবাহন চলাচল করার জন্য জেলা প্রশাসক বরাবর একটি লিখিত স্মারকলিপি দিয়েছেন সংবাদ সম্মেলনের কথাটি কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।