বরিশালের বাকেরগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১০টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় কোর্স পরিচালনা করেন প্রধান অতিথি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ নুরুল আমিন ও খাদিজা আইরিনের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ।
গত ১৭ মে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এ প্রশিক্ষণ চলবে আগামী ২৭মে পর্যন্ত।
কর্মশালায় ৭টি ব্যাচে বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়নের ১৬৮ জন ইউপি সদস্যকে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।