শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ আত্মঘাতী বিস্ফোরণে কাবুলে নিহত ৬

যাযাদি ডেস্ক
  ২৮ মার্চ ২০২৩, ০০:০০

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মালিক আসগর স্কোয়ারে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে একটি নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ হয়।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, 'মালিক আসগর স্কোয়ারে তলস্নাশি চৌকিতে একজনকে চিহ্নিত করা হয়েছিল। তবে তাকে আটকানোর আগেই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তালেবান নিরাপত্তা বাহিনীর তিন সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।'

হামলার লক্ষ্যবস্তুর নাম উলেস্নখ না করলেও, এই এলাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে বলে জানিয়েছেন

খালিদ জাদরান।

কাবুলসহ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলোয় সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি হামলা হয়েছে। কয়েকটির দায় নিয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন থেকে বেরিয়ে কর্মীরা বের হওয়ার সময় গত জানুয়ারিতে বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন পাঁচজন, আহত হন অনেকে।

তালেবান প্রশাসন বলছে, আফগানিস্তানকের নিরাপদ করাই তাদের প্রধান লক্ষ্য। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সন্দেহভাজন ইসলামিক স্টেট সদস্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে তালেবান। সংবাদসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে