বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন না আলিয়া ভাট!

বিনোদন ডেস্ক
  ১৪ মে ২০২৫, ১৫:৫৬
কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন না আলিয়া ভাট!
আলিয়া ভাট

দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উঠেছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা।

মর্যাদাপূর্ণ এ আয়োজনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ। শহরের বিভিন্ন স্থানে ঝুলছে উৎসবের অফিসিয়াল পোস্টার-ব্যানার। চলতি আসর চলবে ২৪ মে পর্যন্ত।

1

কান চলচ্চিত্র উৎসবের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে এবারই অভিষেক হওয়ার কথা ছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। তবে আপাতত কানে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিদেন অনুযায়ী, ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি দেখে কান উৎসবে আপাতত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া ভাট। ইতোমধ্যেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেকথা জানিয়েছেন তিনি।

আলিয়া লিখেছেন, ‘যখন আমরা নিজেদের বাড়িতে সুরক্ষিত রয়েছি ঠিক সেই সময়েই অন্ধকারে অনেকে বিনিদ্রা পাহারা দিচ্ছে। যাতে আমরা শান্তিতে ঘুমাতে পারি। নিজেদের জীবন বাজি রেখেছেন তারা। এটা শুধুমাত্র সাহসিকতা নয় বরং এটা বড় আত্মত্যাগ।’

‘প্রতিটি প্রহরীর পিছনে রয়েছেন একজন মা। যিনি জানেন তার সন্তান অনিশ্চয়তার সঙ্গে প্রতিটি রাত কাটাচ্ছেন।’

এমন সময়ে তাই নিজের দেশে থাকাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। তবে উদ্বোধনে না গেলেও ১১দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবে অংশ নিবেন কিনা সে সম্পর্কে পরবর্তীতে জানাবেন অভিনেত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে