চীনের ইউনান প্রদেশে মুসলমান অধু্যষিত একটি বড় শহরে ঐতিহ্যবাহী একটি মসজিদের গম্বুজ পরিকল্পিতভাবে ভেঙে ফেলার ঘটনায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংবাদসূত্র : বিবিসি
নাগু শহরের নাজিয়াং মসজিদটি ত্রয়োদশ শতকে নির্মিত। সম্প্রতি বেশকিছু সংস্কারের মাধ্যমে মসজিদটি আরও বড় করা হয়েছে। নতুন একটি গম্বুজ তৈরির পাশাপাশি বেশ কয়েকটি মিনারও নির্মাণ করা হয়েছে। কিন্তু ২০২০ সালে চীনের একটি আদালত মসজিদের বর্ধিত অংশকে অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলার নির্দেশ দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে গত শনিবার ওই মসজিদের সামনে প্রচুর লোকজনকে জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা যায়। এক পর্যায়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে বিক্ষোভকারীদের আটকাতে সেখানে শতাধিক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়।
ইউনান দক্ষিণ চীনের একটি জাতিগতভাবে বৈচিত্র্যময় প্রদেশে। যেখানে উলেস্নখযোগ্য সংখ্যায় মুসলমান জনসংখ্যা রয়েছে।
চীন সরকার দাবি করে, সেখানে সব ধর্মের চর্চায় স্বাধীনতা রয়েছে। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, দেশটিতে গত কয়েক বছরে সুসংগঠিত ধর্মের বিরুদ্ধে দমন-পীড়ন বেড়েছে। কারণ, বেইজিং পুরো দেশের ওপর নিয়ন্ত্রণ আরও শক্ত করতে চাইছে।