দেশ-বিদেশে প্রায় সব জায়গায়ই ঝটপট তৈরি করে ফটাফট খাওয়া যায়, এমন খাবার বেশ জনপ্রিয়। কারণ কর্মব্যস্ত অনেক মানুষই খাবারের সময়টুকু বাঁচাতে কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে বা গাড়ি চালাতে চালাতেই খেয়ে নেন ফাস্ট ফুড।
এসবের মধ্যে জনপ্রিয় খাবার স্যান্ডউইচ। দুই টুকরা পাউরুটির মাঝখানের অংশে ডিম, মাংস, শসা, টমেটো, সসসহ নানা কিছু দিয়ে তৈরি করা হয় মজাদার এই খাবার। ঘরেও বানানো যায়, আবার দোকানেও পাওয়া যায়। কিন্তু পাউরুটির বদলে যদি অর্থ দিয়ে বানানো হয় স্যান্ডউইচ, তাহলে কেমন হবে! তাও আবার ৭০ হাজার ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি প্রায় ৯৫ লাখ ২২ হাজার
৭৭৩ টাকা)।
এমন ঘটনাই ঘটেছে ইংল্যান্ডের এসেক্স কাউন্টির হারউইচ শহরে।
গত ২৭ জুলাই রুর?াল এনগেজমেন্ট টিম (আরইটি) হারউইচে রুটিন তলস্নাশি চালাচ্ছিল। এ সময় তারা দেখতে পায়, এই তলস্নাশি এড়িয়ে যেতে এক চালক ভুল পথে গাড়ি নিয়ে ছুটছেন। এরপর পুলিশ গাড়িটি আটকায়। তলস্নাশি চালিয়ে পুলিশ গাড়ির ভেতর একটি ব্যাগ পায়। সেখানে ফয়েল পেপার দিয়ে মোড়ানো একটি স্যান্ডউইচ ছিল। ব্যাগের ভেতর স্যান্ডউইচ দেখে পুলিশের সন্দেহ হয়। তারা ফয়েল পেপার খুলে দেখে, আদতে এটি খাওয়ার স্যান্ডউইচ নয়, সেখানে রয়েছে নগদ ৭০ হাজার পাউন্ড। এরপরই গাড়ির চালক ২৮ বছর বয়সি মারিয়াস রাকজিনস্কিকে মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়। ৮ সেপ্টেম্বর চেমসফোর্ড ক্রাউন কোর্টে শুনানির সময় মারিয়াস নিজের অপরাধ স্বীকার করেন। অবৈধ অর্থ বহনের দায়ে তাকে ২০ সপ্তাহের কারাদন্ড
দেওয়া হয়েছে।