যুক্তরাষ্ট্রের সাবেক এক রাষ্ট্রদূতের বিরুদ্ধে কিউবার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে দেশটির বিচার বিভাগ। ম্যানুয়েল রোচা নামে ওই কূটনীতিক সর্বশেষ বলিভিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত সোমবার ম্যানুয়েল রোচার বিরুদ্ধে আদালতে নথিপত্র উপস্থাপন করা হয়। এ সময় মার্কিন বিচার বিভাগ অভিযোগ করে, ম্যানুয়েল রোচা ১৯৮১ সাল থেকে কিউবার সরকারের সঙ্গে 'গোপন কর্মকান্ডে' অংশ নেন। তিনি বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রকে মিথ্যা তথ্য সরবরাহ করেছেন। এ ছাড়া তিনি কিউবার গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন।
এর আগে গত শুক্রবার ৭৩ বছর বয়সি রোচাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তার বিরুদ্ধে তদন্ত করেছে। ফ্লোরিডার মিয়ামি আদালতে সাবেক এই রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
রোচা ২৫ বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগে চাকরি করেছেন। এ সময় তিনি লাতিন আমেরিকার বলিভিয়া ও আর্জেন্টিনায় রাষ্ট্রদূত ছিলেন।
ম্যানুয়েল রোচার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিবৃতি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। তিনি বলেন, রোচার বিরুদ্ধে এই মামলা যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে বিদেশি গোয়েন্দাদের সর্বোচ্চ ও দীর্ঘস্থায়ী অনুপ্রবেশের একটি চিত্র প্রকাশ করেছে।